শিবগঞ্জ পৌরসভা নির্বাচন > ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর নির্বাচনে ভাইয়ের বিরুদ্ধে ভাই নেমেছে কাউন্সিলর পদে ভোট যুদ্ধে। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে।
জানাগেছে, বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সালাম গত দুই মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু বেশ কিছুদিন আগে ওই এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে একাধিক হামলা মামলার কারনে গ্রেফতার এড়াতে আত্বগোপনে চলে যান বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সালাম। আত্বগোপনে থেকেই তিনি তার প্রতিনিধির মাধ্যমে কাউন্সিলর পদে মনোনায়ন পত্র জমা দেন। এদিকে তার আপন ছোট ভাই আবদুল মতিনও একই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনায়ন পত্র জমা দেন। উভয়ের মনোনায়ন পত্র যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাদের প্রতীক বরাদ্দ দেন। তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর আবদুস সালামের উট পাখি প্রতীক ও তার ছোট ভাই আবদুল মতিন পান পাঞ্জাবী প্রতিক। সেখানে আরও একজন কাউন্সিলর প্রার্থী হলেন খাইরুল আলম (জেম)। তার প্রতীক হলো পানির বোতল। ওই ওয়ার্ডে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৩৫। এ বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করেও সালাম ও আবদুল মতিনের বক্তব্য পাওয়া যায়নি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৯-১২-১৫

,