বণিক সমিতি বিদায় সংবর্ধণা জানাল ভারতীয় সহকারী হাই কমিশনারকে

বিদায়ী ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী মি. সন্দিপ মিত্রকে সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এফবিসিআই’র সাবেক পরিচালক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে চেম্বার মিলনায়তনে অতিথি ছিলেন মিসেস সিমা মিত্র, বিদায়ী ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী দ্বিতীয় সচিব এস.কে শর্মা, ভারতের পশ্চিমবঙ্গের মালদা মার্চেন্ট অব কমার্স এর সাধারণ সম্পাদক শ্রী উজ্জল সাহা, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিআই’র সাবেক পরিচালক মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এনএসআই’র উপ-পরিচালক মোঃ শামশুজ্জোহা, আমদানী-রপ্তানী গ্রুপের সভাপতি কবিরুর রহমান খানসহ অন্যরা। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী মি. সন্দিপ মিত্রকে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এফবিসিআই’র সাবেক পরিচালক আব্দুল ওয়াহেদ।
সভা পরিচালনা করেন চেম্বার নেতা খাইরুল ইসলাম। বক্তারা বিদায়ী সহকারী হাই কমিশনার রাজশাহী মি. সন্দিপ মিত্র’র সহযোগিতায় সোনামসজিদ স্থলবন্দর, রহনপুর রেলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকার মানুষ এবং ব্যবসায়ীদের ভিসাসহ ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তাঁর সহায়তায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা ক্ষেত্রে উন্নয়নের বিষয়ও তুলে ধরেন বক্তারা। বিদায়ী সহকারী হাই কমিশনার রাজশাহী মি. সন্দিপ মিত্র চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১২-১৫