শিবগঞ্জে প্রকৃচি বিসিএস পরিষদের কর্মবিরতি পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ঘন্টা কর্মবিরতি পালন করায় বহি: বিভাগের রোগিরা বিপাকে পড়ে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রকৃচি বিসিএস সমন্বয় পরিষদ ও ফাংশন্যাল বিভাগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন বেতন স্কেল, সিলেক্টশান গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল ক্যাডার নন ক্যাডার বৈষম্য নিরাসন, উপজেলা ১৬টি বিভাগের বেতন বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরের সিদ্ধান্তের প্রতিবাদে কৃত্য পেশাজীবি ভিত্তিক প্রশাসন গড়ে তোলাসহ ৭ দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা কর্মসূচির দ্বিতীয় দিনেও যথারীতি কর্মসূচি পালিত হয়। এই কর্মবিরতি পালন কালে সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ স্বত:স্ফুত ভাবে হাসপাতাল চত্বরে অংশগ্রহণ করে। আগামী ৩০ ডিসেম্বারের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে কর্মবিরতিতে উপস্থিত কর্মকর্তাবৃন্দ স্থানীয় সাংবাদিকদের জানান। কর্মবিরতিকালিন সময় জরুরী বিভাগ ছাড়া আউট ডোরের কার্যক্রমসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-১২-১৫

,