শিবগঞ্জ পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করতে নৌকায় ভোট দিন > সাবেক প্রতিমন্ত্রী এনামূল হক

আসন্ন পৌরনির্বাচন শিবগঞ্জে আওয়ামীলীগের প্রার্থী ময়েন খানের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ করলেন  সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার(অব)  আলাহাজ এনামূল হক।  রবিবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত শিবগঞ্জ পৌরসভার তাঁতী পাড়া,তর্তীপুর, আলিডাঙ্গা, চতুরপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।  গণসংযোগ কালে তিনি ভোটারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ময়েন খানকে বিজয়ী করে শিবগঞ্জ পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসাবে গড়ার সুযোগ দিতে অনুরোধ করেন।
 এ সময় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ব্রিগেডিয়া (অব)আলহাজ এনামূল হক বলেন বহিস্কৃত নেতারা অতীতে যতই অবদান রাখুন কেন বর্তমানে সে আওয়ামীলীগের কেউ নয়। তাই তাদের  সাথে আওয়ামীলীগের কোন নেতা কর্মী দলীয় কোন সম্পর্ক রাখতে পারবেন না । কারণ বহিস্কৃত নেতাদের সাথে দলীয় সম্পর্কে রাখলে একই অপরাধে অপরাধী হবেন। তিনি  আরে বলেন ২০১৩সালে যে জামায়াতবিএনপির দ্বারা কারিমূল হক রাজিন পঙ্গু হয়েছেন সেই জামায়াত বিএনপির ছরচাতুরীতে পড়ে দলের  সাথে বিশ্বাসঘাতকা করলেন। যা তার জন্য ভবিষ্যতে অন্ধকার ডেকে আনবে। বর্তমানে বহিস্কৃত নেতা কারিমূল হক রাজিন যখন জামায়াত বিএনপির হাতে নির্যাতিত হয়েছিলেন, তখন তার   জন্য বাংলাদেশ আওয়ামীলীগ ও আমি ব্যক্তিগত ভাবে সব ধরণের সহযোগিতা করার পরও বর্তমানে দলের প্রতি তার অবাধ্যতা অকৃতজ্ঞারই পরিচয় বহন করে।  তিনি আরো বলেন আওয়ামীলীগ একটি বড় দল,যে দলটির ক্ষতি করার জন্য বার বার কিছু স্বার্থন্বেষী নেতা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবারও বহ্স্কিৃত নেতা এমপি গোলাম রাব্বানী, এ্যাডভোকেট আতাউর রহমান ও রাজিনও ব্যর্থ হবেন  এবং নিজেরাই ডালভাঙ্গা বানরের ন্যায়   ঘুরে বেড়াতে  হবে। গণসংযোগকালে তার সাথে ছিলেন শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এমানী আলি, মাসুদ রানা টুটুল, অধ্যাপক আঃ রাজিব রাজু, মাহমুদুর রহমান বাবু, মনসুর আলি সহ  পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের  সভাপতি ও সাধারণ সম্পাদক ও  বিভিন্ন এলাকার শতাধিক নেতা কর্মী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-১২-১৫

,