শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে নানা কর্মসুচি

১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী । ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্বে মহানন্দা নদীর তীরবর্তী গ্রাম রেহায়চর এলাকায় সংগঠিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি। এর আর কোন যুদ্ধ হয়নি চাঁপাইনবাগঞ্জে।
চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদে নানা কর্মসূচীর ম্যধ্য দিয়ে সোমবার শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় জেলা মৃক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এসব কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হক ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফিরাত কামনা, আলোচনা সভা ও গণকবর জিয়ারত। জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহান মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন আহমেদ চৌধূরী (বীরবিক্রম)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্নস্থানের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

চাঁপাইনবাগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৫