ভোলাহাটে দ্রোহী জনসেবা সংঘের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প উদ্বোধণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে দ্রোহী জনসেবা সংঘের উদ্দ্যোগে সারাদিন ব্যাপী উপজেলার অসহায় গরীব-দুঃখী মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী করা হয়েছে।। চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধণ করেন, দলদলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল। রোববার সকাল ৯টায় মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দ্রোহী জনসেবা সংঘের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইউসূফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ ইসতিয়াক আহম্মেদ(সার্জারী বিশেষজ্ঞ), ডাঃ মিলন কুমার চৌধুরী(নাক, কান ও গলা), ডাঃ সারমিন রাজ্জাক মুনমুন(গাইনী বিশেষজ্ঞ), ডাঃ শহিদুল ইসলাম(দন্ত বিশেষজ্ঞ), ডাঃ শফিকুল ইসলাম (শিশু বিশেষজ্ঞ), ডাঃ গোলাম কাজেম আলী আহম্মেদ(চর্ম ও যৌন), ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান, ডাঃ আহসান হাবিব, ডাঃ মেহফুজ আলী ও ডাঃ হাসান আলী। এ ছাড়াও এলাকার হাজার হাজার রোগীদের সেবার কাজে নিয়োজিত ছিলেন, সর্বস্তরের সুধীজন, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীগণ। দ্রোহী জনসেবা সংঘের সাধারণ সম্পাদক এ প্রতিবেদককে বলেন, আমরা এলাকার অসহায় গরীব রোগীদের যাবতীয় চিকিৎসাসহ আর্থিক ভাবে সহায়তা প্রদাণ করে আসছি এবং ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠান এ কাজে নি:স্বার্থ ভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৭-১২-১৫    

,