ভোলাহাটে বিনামূল্যে চিকিৎসা প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘পরিবর্তন’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। শুক্রবার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই কার্যক্রম।
‘গাম্ভীর্যকে দূরে সরিয়ে নতুন জীবনের পথ চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘পরিবর্তন’র যুগ্ম সাধারণ সম্পাদক এ.জি.এম. আবির হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডাঃ মশিউর রহমান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলী, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শুকুর।
কার্যক্রমে চিকিৎসক হিসেবে ছিলেন, ডাঃ সাজ্জাদ হোসেন ও ডাঃ রাসিদুজ্জামান জুয়েল। এতে, এলাকার প্রায় সাড়ে ৪’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১২-১৫

,