সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ার ২য় দিনের ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর সোমবারের খেলার ফলাফল ১০০ মিটার ছাত্রী উচ্চ মাধ্যমিক ১ম- আশা, স্নাতক বিভাগে ১ম- মাসুমা ইয়াসমিন, ২০০ মিটার স্নাতক (ছাত্রÑ ১ম- ওয়াহেদুজ্জামান, ২০০ মি. (ছাত্রী) ১ম- মাসুমা ইয়াসমিন, ২০০ মি. (ছাত্র) উচ্চ মাধ্যমিক ১ম- মাসুম রেজা, ২০০ মি. ছাত্রী ১ম- আশা খাতুন, ৮০০ মি. (ছাত্র) উচ্চ মাধ্যমিক ১ম- মেহেদি হাসান, ৮০০ মি. (ছাত্র) স্নাতক ১ম- আসিফ মান্নান, উচ্চ মাধ্যমিক (ছাত্র) লাফ-ধাপ-ছাপ ১ম- মেহেদি হাসান, স্নাতক ১ম- আসিফ মান্নান, উচ্চ লম্ফ (উচ্চ মাধ্যমিক ছাত্র) ১ম- মাসুম পারভেজ, স্নাতক ১ম- মোক্তাকিম আলি, দীর্ঘ লম্ফ (ছাত্রী) স্নাতক ১ম- উম্মে কুলসুম, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও লোহ বল নিক্ষেপে ১ম- তানজিলা খাতুন। এর আগে রোববার সকাল ১০টায় বার্ষিক ক্রীড়ার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, প্রফেসর দাউদ হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সহযোগি অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, শংকর কুমার কুন্ডু, সহযোগি অধ্যাপক ওবাইদুল হক, প্রভাষক জিয়াউল হক, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান মুকুল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-১২-১৫