আমনুরায় বাইপাস রেললাইন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অবেশেষে ২১ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জবাসীর বহু প্রতিক্ষিত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস রেললাইন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় চাঁপাইনবাবগঞ্জ বাইপাস রেললাইন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ ও প্রকল্প পরিচালক মোঃ আসাদুল হক। এই উপলক্ষে আলাচনা সভায় উপস্থিত ছিলেন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোখলেশুর রহমান, এ্যাড. আলমগীর, আরাফুল ইসলাম আজিজি, তৌহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদসহ অন্যরা। ঝিলিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুল হাসান, শরিফুল ইসলাম, ঝিলিম ইউপি মহিলা সদস্য ও আওয়ামী নেত্রী শিরিন আকতার। বাংলাদেশ রেলওয়ের অর্থায়নে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস রেললাইন নির্মান কাজের প্রকল্প ব্যয় ২১ কোটি ১৪ লক্ষ ৭১ হাজার টাকা।
আমনুরা বাইপাস রেললাইন নির্মান কাজ সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জের সাথে সারাদেশের সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে উন্নতি সাধিত হবে।
এছাড়া দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর, জবুনকবুন, কেন্দুলসহ কয়েকটি স্থানে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৫