বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্ধিন জাহাঙ্গীরের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৯টায় শহরের রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠের শহীদ স্থানে, সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ প্রাঙ্গনের বীরশ্রেষ্ঠের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বালিয়াদিঘিতে গণকবর জিয়ারত। রেহাইচরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কামন্ডার সিরাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মুক্তিযোদ্ধা এনামুল হক ফিটুসহ অন্যান্যরা। এখানে প্রথম আলো বন্ধু সভার সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সোনামসজিদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের সাব সেক্টর, অবসরপ্রাপ্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বীর বিক্রম গিয়াস উদ্দিন আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদক প্রতিমন্ত্রী অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দুরুল হোদা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিনসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৫