শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
নানা কর্মসুজির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার, সরকরি কলেজ, শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের এন এম খান অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-অধ্যক্ষ প্রফেসর সুলাতানা রাজিয়া। আলোচনায় অংশগ্রহণ করেন, উপাধ্যক্ষ মো. ইব্রাহিম, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক দাউদ হোসেন, সহযোগী অধ্যাপক হামিদা খানম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক বাবু শংকর কুমার কুন্ড, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হকসহ অন্যান্যরা। এ দিকে বাংলাদেশ শিশু একাডেমী শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহিত কুমার দাঁ, এনামুল হক তুফানসহ আরো অনেকে।
সাধারণ পাঠাগার চত্বরে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৫