শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণী
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রোববার বিকেলে ফৌরদোস মহল বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ব্রি:জে: (অব:) আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ নজমুল হক, বিনোদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা অ্যাড. আসাদুল আলম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান টানুসহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৭-১২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৭-১২-১৫