সুন্দরপুরে এমএনসিএলে বন্ধু সংঘের জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের যুবক সমিতি আয়োজিত সুন্দরপুর মোল্লাপাড়া নবাবজায়গীর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এমএনসিএল ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৫ এর রবিবারের খেলায় জয় পেয়েছে বন্ধু সংঘ। তারা ৫৬ রানে সকালে হাওয়া ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বন্ধু সংঘ ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সালমান ২২, এনামুল ২০ রান করে। সকালে হাওয়া ক্রিকেট দলের বোলার ইসমাইল ২ ওভার ২১ রান ৩ট, রহমান ৩ ওভার ১৯ রানে ১টি উইকেট লাভ করে। ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সকালে হাওয়া ক্রিকেট দল ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হক সাহেব ২৪, আব্দুর রহমান ৯ রান করে। বন্ধু সংঘের বোলার এনামুল ২ ওভার ৭ রানে ৩টি, মমিন ২ ওভার ১০ রানে ২টি উইকেট লাভ করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ এনামুল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১২-১৫