একদিনের মাথায় নাচোলে আবারও ফেন্সিডিলসহ কার আটক
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর নামক স্থানে এসআই গৌতম’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ (১১-৯২২৫) পাহাড়পুরের রাস্তা দিয়ে আসার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারের চালক ও অন্য একজন কার ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কারটিতে তল্লাশি চালিয়ে ৬’শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০১-১২-১৫