শেষ হল বড়াইগ্রামে অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ
নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় স্থানীয় মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় মৌখাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়। অনুষ্ঠানে মৌখাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আল- আজাদুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরন করেন জনাব আবদুর রশীদ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নাটোর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেল্ াক্রীড়া অফিসার জনাব আখতারুজ্জামান রেজা তালুকদার ও মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন । এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। প্রশিক্ষনে কোচের দায়িত্ব পালন করেন প্রনব কুমার বিশ্বাস। এই প্রশিক্ষণ কোর্সে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-১১-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-১১-১৫