শিবগঞ্জে স্কুল ও কলেজে উন্নয়ন কল্পে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোন ব্যক্তি বা সম্প্রদায় যদি শুধু মনাকষা নয়, শিবগঞ্জ উপজেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী  ও ছাত্রছাত্রীদে জীবন নিয়ে ছিনিমিনি করে, মর্যদাহানিকর কার্যকলাপ ঘটায়,তাহলে জনবল, প্রশাসন ও আইনগত দিক  দিয়ে মোকাবিলা করা হবে। মনাকষা ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান যেমন বেশী, শিক্ষার হার তেমনি বেশী করে সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিয়ে রোধসহ বিভিন্ন  অসামাজিক কাজ বন্ধ করে শান্তির জনপদ হিসাবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার সকাল ১১টায়  মনাকষা হাজী এশান আলি কারিগরি কামিল মাদ্রাসা ও আলহাজ শরীফ আহম্মেদ কারিগরি উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক সুধী সমাবেশে সংসদ সদস্য গোলাম বাব্বানী  এ কথা বলে।
আলহাজ  শরীফ আহম্মেদ কারিগতি উচ্চ বিদ্যালয় মাঠে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি তোহিদুল আলম টিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান, শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম, কারিগরি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজবিন এফতার, থানা ছাত্রলীগের সভাপতি বেনজির আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সেরফান, সাবেক সভাপতি এমরান হোসেন মাস্টার, তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোলাম বাব্বানী  প্রধান অথিতির ভাষনে বলেন, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কারিগরি স্কুল এ্যান্ড কলেজের জন্য ১টি করে মোট  ৩টি  একাডেমী ভবন নির্মান ও   ৩টি কম্পিটার ল্যাব তৈরীরসহ তিন প্রতিষ্ঠানের বাউন্ডারী নির্মানের জন্য ২লাখ টাকা,  কারিগরি উচ্চবিদ্যালডের ছাত্রছাত্রীদের সাইকেল গ্যারেজ নির্মানের ২৫ হাজার টাকা, মাদ্রাসার গর্ত ভরাটের জন্য ৫০ হাজার টাকা, আনক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিল্ডিং তৈরী, পারচৌকা জামেসমজিদ, রানীনগর হঠাৎ পাড়া জামেমসজিদসহ কয়েকটি ওযাক্তিয়া মসজিদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-১১-১৫

,