শিবগঞ্জে আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত

‘সহনশীলতা পরিবেশ, নিরাপদ বাংলাদেশ’ এই শ্লে¬াগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিবগঞ্জের পুরাতন কারবালা মোড় থেকে নারী নেত্রী শিউলী বেগমের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে শিউলী বেগম বলেন, দেশের সমাজে বহু মত. পথ, ধর্ম ও বর্ণে বিভক্ত মানুষের জীবনাচরণে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এই জন্য মানব সমাজে স্বাভাবিকভাবেই বেচিত্র্যময় এবং এই বৈচিত্র্য পরিলক্ষিত হয়। মানবাধিকার রক্ষা করতে হলে সহনশীল পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ মহাবিদ্যালয়ে প্রফেসর আবুল বাসার, মিলন পাল প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৫

,