জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন এই কর্মসূচির আয়োজন করে। সিভিল সার্জন ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক ডা. আব্দুস সালাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ডা. আবু সায়েম প্রমুখ। সভায় জানানো হয় এবার জেলায় ৬ মাস থেকে ১১ মাস ও ১ বছর থেকে ৫ বছর বয়সী ২ লাখ ২ হাজার ৩৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাসের ২২ হাজার ৮৮২জন শিশুকে ১টি কওে নীল রঙয়ের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭৯ হাজার ৪৬১ জন শিশুকে একটি করে লাল রঙয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১১-১৫