বিনামূল্যে বাঁকা পায়ের চিকিৎসা শুরু

মায়ের কোল জুড়ানো ফুটফুটে শিশু কখনও কখনও গর্ভকালীন বা বংশগত ত্রুটির কারনে জন্ম নেয় বাঁকানো বা উল্টানো পায়ের পাতা নিয়ে। শারিরীক অন্য কোন সমস্যা না থাকলেও দূর্ভাগ্যজনকভাবে সেই শিশু হয়ে ওঠে পরিবার ও সমাজে বোঝা। চিকিৎসকরা এই ধরনের পা এর পাতা কে বলেন ‘ক্লাব ফুট’। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পূর্ন বিনামূল্যের মঙ্গলবার এমন ধরনের চিকিৎসা সেবা প্রথমবারের মত চালু হয়েছে। দুপুরে হাসপাতালে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়াক ফর লাইফ’ বিদেশী সাহায্য সংস্থা দি গ্লেনকো ফাউন্ডেশন ও অষ্ট্রেলিয়ান এইডের অর্থায়নে ক্লাব ফুট ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে। এর আগে হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিএমএ জেলা সভাপতি ডা.আব্দুস সালাম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা, অর্থপেডিক সার্জন সাঈদ আহমেদ। উদ্বোধনী সভায় চিকিৎসা পরিধী ও প্রদেয় সেবা সম্পর্কে আলোচনা করেন ওয়াক ফর লাইফের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ধৈর্য্য ধরে চিকিৎসা করলে ‘ক্লাব ফুট’ বা এই সমস্যা সম্পূর্ন দূর হয়ে সেই শিশুটি হতে পারে সম্ভামনাময় ভবিষ্যৎ। কিন্তু দীর্ঘমেয়াদী বিশেষ এই চিকিৎসা এদেশে পাওয়া বেশ কষ্টসাধ্য। এর জন্য প্রয়োজন হয় পায়ের বিশেষ প্লাস্টার, অস্ত্রোপচার,এক ধরনের জুতা পরিধান এবং ফিজিওথেরাপির।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৫