গোমস্তাপুরে র্যাবের অভিযানে পিস্তল গুলিসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাসস্ট্যান্ড মোড় থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২২), একই উপজেলার রাজনগর হাঙ্গামী গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর আলী (২১), ও গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকার এজাবুল হকের ছেলে আল মামুন (২৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪’শ ৪০ টাকাসহ ৩ জনকে হাতেনাতে আটক করে। র্যাব আরো জানায়, আটক ৩ জন দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। র্যাবের দাবি, সাদ্দাম ও সাগর এলাকার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলে পরিচিত। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১১-১৫
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪’শ ৪০ টাকাসহ ৩ জনকে হাতেনাতে আটক করে। র্যাব আরো জানায়, আটক ৩ জন দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। র্যাবের দাবি, সাদ্দাম ও সাগর এলাকার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলে পরিচিত। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১১-১৫