চালকের সিটের নিচে পিস্তল ও গুলি > শিবগঞ্জে পুলিশের হাতে ধরা পড়ল তিনজন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার রাতে ঢাকাগামি আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৩ টি বিদেশী পিস্তল,৬ টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।  কানসাট থেকে ছেড়ে আসা বাসটি রাত ১০ টার দিকে

আটকরা হলো, বাসের চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর এলাকার জনি (২৮), বাসের হেলপার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর গ্রামের রুবেল হোসেন (২২) ও সুপারভাইজার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শামীম হোসেন (২৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট থেকে ছেড়ে আসা ঢাকাগামি আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাসী চালানো হয়, এই সময় চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ টি বিদেশী পিস্তল,৬ টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া যায় । তিনি জানান, এই ঘটনায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। সেই সাথে আরপি পরিবহনের গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-১১-১৫

,