বিএনপি’র নির্বাচনী প্রস্তুতি সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী সমর্থন চুড়ান্ত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রোববার  বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও ৫ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়।
বিকেলে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সভায় বক্তব্য রাখেন, দলীয় মেয়র প্রার্থী অধ্যাপক আতাউর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, সাদিউল হক রঞ্জু।
দলীয় সূত্র জানিয়েছে, সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌর সভায় ১৫টি ওয়ার্ড মধ্যে ১৩টি ও ৫ টি সংরক্ষিত ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও  মহিলা কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। ওই সূত্র জানায়, চুড়ান্ত তালিকায় রয়েছেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর কবির, ২ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক, ৪ নম্বর ওয়ার্ডে দুরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে আহশান আলী, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক, ৭ নম্বর ওয়ার্ডে কুরবান আলী, ৮ নম্বর ওয়ার্ডে মইদুল ইসলাম, ১১নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান, ১২নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে তসিকুল ইসলাম, ১৪ দুলাল উদ্দিন, ১৫ নম্বর ওয়ার্ডে ইউনুস আলী। ওই সূত্র আরো জানায়, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী  এখনো চুড়ান্ত হয়নি।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১,২,৩) মিনা বেগম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৪,৫,৬) কারিমা বেগম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৭,৮,৯) মুনিরা খাতুন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১০,১১,১২) সেলিনা বেগম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১৩,১৪,১৫) নার্গিস বেগম। 

উল্লেখ্য, এরআগে সাবেক মেয়র অধ্যাপক আতাউর রহমানকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৫