বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৯ম শ্রেণীর ছাত্রী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো মাদ্রাসা পড়–য়া ৯ম শ্রেণীর এক ছাত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামে খালে আলমপুর মাদরাসার ৯ম শ্রেনীর এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের শুকুরের ছেলে সোহেল ( ২৩) এর সাথে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হলে খবর পেয়ে বরসহ বরযাত্রীর লোকজন বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের দায়ে কনের বাবা রইশুদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।
বাল্যবিয়ের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রীদের অনুপস্থিতির পরিমাণ ৯০ শতাংশ এমন তথ্যের ফলে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে রোধে কঠোর ভুমিকায় অবর্তিন হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১১-১৫

,