পত্নীতলা ইইউ প্রতিনিধি কর্ত্তৃক বিএসডিও’র কার্যক্রম পরিদর্শন

 নওগাঁর পত্নীতলায়  ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি (ই্ইউ) মিজ ওরসোলিয়া জিকীলি  বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও’র) কার্যক্রম পরিদর্শন করেছেন। ইইউ এর রেজাল্ট অরিয়েন্টেড মনিটরিং (রোম) ভিজিটের অংশ হিসাবে গত শনিবার ও রোববার দুই দিন ব্যাপি তিনি সংস্থা কর্ত্তৃক ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কারিগরী সহায়তায় বাস্তবায়নাধীন ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের প্রথম দিন শনিবার বিকেল সাড়ে ৩টায় মিজ জিকীলি পত্নীতলা উপজেলার বুজরুকমামুদপুর গ্রামের জাগ্রত আদিবাসী সাংস্কৃতিক দলের সাথে মতবিনিময় করেন। ইইউ প্রতিনিধি মিজ জিকীলি বুজরুকমামুদপুর গ্রামে পৌঁছালে আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নাচ গানের মাধ্যমে তাকে বরণ করেন এবং অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দাতা সংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর  নির্ঝরীনি হাসান, প্রোগ্রাম বাস্তবায়ন কর্মকতা শাওলী ঝর্ণা, প্রোগ্রাম ম্যানেজার খন্দকার সোহেল রানা, মিডিয়া ক্যাম্পেইন ও আউটরিচ অফিসার বেলায়েত হোসেন, প্রোগ্রাম অফিসার পবিত্রা মান্দে, বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফ, কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ প্রমুখ। সাংস্কৃতিক দলের সাথে মতবিনিময় শেষে মিজ জিকীলি বিকেল সাড়ে ৫টায় মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন পরিষদে স্থানীয় সূধীজনদের সাথে মতবিনিময় করেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় গাহলী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে আয়োজিত ঐতিহ্যবাহী আলকাবের গান ও রামযাত্রা উপভোগ করেন।

এছাড়াও পরিদর্শনের ২য় দিন রোববার দুপুর ১২টায় নওগাঁয় বরেন্দ্র কমিউনিটি রেডিও’র হলরুমে নওগাঁ জেলার সংবাদকর্মী এবং রেডিও’র কলাকুশলীদের সহিত মতবিনিময় সভায় মিলিত হন।

ছবি ক্যাপশন: নওগাঁর পতœীতলায় ইইউ প্রতিনিধি মিজ ওরসোলিয়া জিকীলি বুজরুকমামুদপুর গ্রামের জাগ্রত আদিবাসী সাংস্কৃতিক দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় আদিবাসীরা  তাকে উষ্ণ অভিন্দন জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ/ ১০-১১-১৫