রেলের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোবার সকালে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেলওয়ের ভু সম্পতি বিভাগ এ উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময়ে ৫০টিরও বেশী স্থাপনা উচ্ছেদ করা হয়।
রেলওয়ে পাকশি জোনের বিভাগীয় ভু সম্পতি কর্মকর্তা  মোস্তাক আহম্মেদ জানান, রেলওয়ের জমিতে অবৈধভাবে গঠে উঠা প্রায় ৬ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে। রোববার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেল ক্রসিং এলাকা থেকে শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রম সোমবারও চলবে। তিনি বলেন, ‘ চাঁপাইনবাবগঞ্জ রেলের উন্নয়ন কার্যক্রম চলছে। এই কার্যক্রমে যে পরিমান জমি ব্যবহার হবে প্রাথমিক পর্যায়ে সেই পরিমাণ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার বস্তিতে বসবাসকারী পরিবারগুলো অভিযোগ করেছে, তাদের পুনবাসনের ব্যবস্থা না করে এবং পর্যাপ্ত সময় না দিয়েই উচ্ছেদ চালানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ভু সম্পত্তি কর্মকর্তা বলেন, ‘আগেই মাইকিং করে উচ্ছেদ অভিযানের বিষয়টি জানানো হয়েছিল’।


চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-১৫