জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে  জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায়  একটি র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সাটু হলে এক আলোচনাসভায় মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, সিভিল সার্জন ডা. আলাউদ্দীন, জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে ৯০ ভাগ পরিবার স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করছে। র‌্যালীতে পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা  অংশগ্রহন করেন।
পরে অনুষ্ঠানে  স্যানিটেশন ব্যবহারের উপর প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৫