রহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মটর সাইকেলের ধাক্কা > দু’ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-রাধানগর সড়কে মঙ্গলবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দু’ মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোমিন আলী (২৭) ও কয়েস উদ্দীনের ছেলে মুখলেসুর রহমান (৩২)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে মোমিন ও মুখলেস মটর সাইকেল যোগে রহনপুর আসার পথে ডোবার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তারা মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২০-১০-১৫

,