শেখ রাসেলের জন্মবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মসুচির পাশাপাশি শেখ রাসেল জাতীয় শিশু বিষয়ক পরিষদের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমির উদ্যোগে সরকারি কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সরকরি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোহিত কুমার দাঁ, সাংবাদিক এমরান ফারুক মাসুম।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সকাল সাড়ে ৯টায় জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ২টি গ্রুপে রচনা প্রতিযোগিতা ও ৪টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে  দুপুর ১২ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করে।
এদিকে, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগেও বিভিন্ন অনুষ্ঠান অয়োজন করা হয়। সকালে মুজিব চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুজিব চত্বরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা পরিষদের  প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হদা অলক, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, কৃষকলীগের আহবায়ক মোসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান খান পাভেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সান্তনা হক শান্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ৭৫ এর ১৫ আগষ্টের হত্যাকান্ড ও শেখ রাসেলকে নিয়ে আলোচনা করা হয়।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৫