নারীর ক্ষমতায়ন শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

দেশের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রত্রিয়ার বাইরে রেখে কখনই এ উন্নয়ন সম্ভব হবে না। আর এ জন্য নারীদের আইনের মাধ্যমে অধিকার দিতে হবে এবং নারীর প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় প্রিপ ট্রাস্ট আয়োজিত স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে অ্যাডভোকেসী সংলাপে এসব কথা উঠে আসে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৫