শিবগঞ্জে শিক্ষকদের সমাবেশ ও স্মারক লিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সরকারী ও বেসরকারী ২৩৬টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে।  সম্প্রতি কয়েকটি পত্রিকায় শিবগঞ্জে ভুয়া কাগজ পত্র দাখিলের মাধ্যমে ৪২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের চেষ্টা শিরোনাশে  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে  এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মাহবুবুল আলম, এফাজ উদ্দীন, সেলিমুজ্জামান, আহসান হাবিব, আবদুর রাজ্জাক, জামাল হোসেনসহ সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকরা।
সমাবেশে বক্তারা বলেন,  জাতীয়করণ না হওয়া  শিবগঞ্জে ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা দীর্ঘদিন যাবত সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে যথারীতি শিক্ষাদান করে আসছেন। প্রতিটি বিদ্যালয়ের পরিচালনার জন্য পরিচালনা কমিটি রয়েছে। বিদ্যালয় গুলোর সুনাম নষ্ট করতে একটি চক্র অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করাছেন।
বক্তারা আরো বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-১০-১৫

,