‘দেশ আমার, কাজ আমার’ শ্লোগানে বন্ধুসভার সম্মেলন
‘দেশ আমার, কাজ আমার’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধু সভার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে স্থানীয় শহীদ সাটু হল থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। এরপর সাটু হলে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ধোধন করেন সম্মানিত অতিথিবৃন্দ। এরপর বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলীউজ্জামান নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ও আলোকিত চার গুনীব্যক্তি বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামানিক (দি ম্যান হু লাভস দ্য ট্রি), আলোর দিশারী আব্দুর রশিদ মাস্টার, লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লা এবং ঘুরে ঘুরে বিদ্যাদানকারী তরিকুল আলমকে সন্মানণা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, বন্ধুসভার কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম,মনোয়ারা খাতুন প্রমুখ। এরপর বন্ধুসভার বন্ধুদের নিয়ে স্থানীয় জনপ্রিয় লোকজ নানী-নাতনীর গম্ভীরা গান পরিবেশিত হয়। দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল অধিবেশনে খাইরুল আলমকে সভাপতি ও দবন কুমারকে সাধারন সম্পাদক করে পরবর্তী এক বছরের জন্য ২৫ সদস্যর নতুন কমিটি গঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন’১৫ এর কার্যক্রমের সমাপ্তি ঘটে। দিনব্যাপী অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১০-১৫