রাবির ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে ৩৪ জন শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। সোমবার বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর রাত ১২টায় শেষ হয়েছে। এবার বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৪২টি আবেদন জমা পড়েছে।
কলা অনুষদের মোট (এ ইউনিট) ৯৪১ আসনের বিপরীতে ১৯ হাজার ৫১৯টি। আইন অনুষদের (বি ইউনিট) মোট  ২০০ আসনের বিপরীতে ১৬ হাজার ৪১১টি, বিজ্ঞান অনুষদের (সি ইউনিট) মোট ৬৬০ আসনের বিপরীতে ২৩ হাজার ৩২৬টি। বিজনেস স্টাডিস অনুষদের (ডি ইউনিট) মোট ৫২০ আসনের বিপরীতে ২০ হাজার ৫১৭টি। সামাজিক বিজ্ঞান অনুষদের (ই ইউনিট) মোট ৭৯৮ আসনের বিপরীতে ২৫ হাজার ৫৬৩টি।
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) মোট ৪৪৫ আসনের বিপরীতে ১৮ হাজার ২০৬টি, কৃষি অনুষদের (জি ইউনিট) মোট ২১২ আসনের বিপরীতে ১১ হাজার ৭৮৭টি, প্রকৌশল অনুষদের (এইচ ইউনিট) মোট ২৭২ আসনের বিপরীতে ২৩ হাজার ২০৭টি এবং চারুকলা অনুষদের (আই ইউনিট) মোট ১২০ আসনের বিপরীতে ২০ হাজার ৯৩টি আবেদন জমা পড়েছে।

তিনি আরো জানান, আবেদনকারীরা আগামী ২৮শে অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
http://admission.ru.ac.bd প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রের সাথে পরীক্ষার তারিখ, সময়, স্থান, ভবন, কক্ষ বিস্তারিত দেওয়া থাকবে বলে জানান।
এবারো জোড়-বিজোড় রোল নাম্বারে আলাদা আলাদা পরীক্ষা হবে। আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেথ্য, গত বছর মোট ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৫ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছিল। তবে এবার গত বছরের চেয়ে ৪ হাজার ৯৫৪টি আবেদন কম জমা পড়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২০-১০-১৫