নাচোল পৌরসভার ১৪১ ভোটারকে ভিন্ন ওয়ার্ডে অর্ন্তভুক্তির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৪১ জন ভোটারকে ৪ নম্বর ওয়ার্ডে অর্ন্তভ্ক্তু করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচির সময় এই বিপুল সংখ্যক ভোটারদের ‘ভিন্ন’ ওয়ার্ডে অর্ন্তভুক্ত করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। নাচোল পৌরসভার পন্ডিতপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আকবর আলী এই অভিযোগ করেন।
আকবর আলীর অভিযোগে বলা হয়েছে, নাচোল পৌর এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৪১ জন ভোটারকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে না রেখে ওই সকল ভোটারকে ৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। অভিযোগে বলা হয়, যে সকল ভোটারকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তাদের ওই ওয়ার্ডে কোন স্থায়ী বাড়ী ঘর নেই।
এদিকে আকবব আলী উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করেছেন, ৪ নম্বর ওয়ার্ডের ১২ জন বৈধ ভোটার তাদের বাড়ি ঘর থাকার পরেও তাদের তালিকায় রাখা হয়নি।
এব্যাপারে নাচোল উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি অভিযোগ হয়েছে তা তদন্ত করে দেখা হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৭-১০-১৫
আকবর আলীর অভিযোগে বলা হয়েছে, নাচোল পৌর এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৪১ জন ভোটারকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে না রেখে ওই সকল ভোটারকে ৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। অভিযোগে বলা হয়, যে সকল ভোটারকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তাদের ওই ওয়ার্ডে কোন স্থায়ী বাড়ী ঘর নেই।
এদিকে আকবব আলী উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করেছেন, ৪ নম্বর ওয়ার্ডের ১২ জন বৈধ ভোটার তাদের বাড়ি ঘর থাকার পরেও তাদের তালিকায় রাখা হয়নি।
এব্যাপারে নাচোল উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি অভিযোগ হয়েছে তা তদন্ত করে দেখা হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৭-১০-১৫