আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আইজিপি কাপ যুব (অনুর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতা বুধবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, ইকবাল মনোয়ার খান চান্না, শফিকুল আলম ভোতা, সাধারন সম্পাদক তৌফিকুল আলম তোফা, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আরহাজ্ব রুহুল আমিন, এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এরফান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, মাস্তাফিজুর রহমান মুকুলসহ অনন্যারা। শুরুতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পওে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের খেলায় শিবগঞ্জ ও নাচোল এবং সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলা ৪টি দল অংশ গ্রহণ করে।
 উদ্বোধনী খেলা শিবগঞ্জ উপজেলা ৪৮-৩৮ পয়েন্টে নাচোল উপজেলা কে পরাজিত করে শুভ সূচনা করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৫

,