শিবগঞ্জে দু’ গ্র“পের মধ্যে ককটেল বিস্ফোরনে আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা দশ রশিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে দু’ গ্র“পের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরনে ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়। আহতের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চর পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক জানান, গাইপাড়া ও খাকচ্ছাপাড়ার কয়েকজন আম ব্যবসায়ীর সাথে পাঁকা এলাকার কয়েকজন আম ব্যবসায়ীর টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাইপাড়া আবদুর রহিম গ্রুপের লোক জন পাঁকা এলাকার লোকজনের উপর ককটেল বিস্ফোরনে ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এই ঘটনার পরই দশ রশিয়া চরের লোকজনের সাথে রহিম বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ককটেল হামলায় দশ রশিয়া গ্রামের জাহাঙ্গীর (৩২), কেরানী মন্ডল (২৫) সহ পাঁচ আহত হয়।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দূর্গম চরাঞ্চলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-১০-১৫
চর পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক জানান, গাইপাড়া ও খাকচ্ছাপাড়ার কয়েকজন আম ব্যবসায়ীর সাথে পাঁকা এলাকার কয়েকজন আম ব্যবসায়ীর টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাইপাড়া আবদুর রহিম গ্রুপের লোক জন পাঁকা এলাকার লোকজনের উপর ককটেল বিস্ফোরনে ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এই ঘটনার পরই দশ রশিয়া চরের লোকজনের সাথে রহিম বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ককটেল হামলায় দশ রশিয়া গ্রামের জাহাঙ্গীর (৩২), কেরানী মন্ডল (২৫) সহ পাঁচ আহত হয়।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দূর্গম চরাঞ্চলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-১০-১৫