গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান গোমস্তাপুর উপজেলা শাখা র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, অবসর প্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এএসএম আব্দুল হামিদ, অবসর প্রাপ্ত শিক্ষক আশরাফুল হক, মোজাম্মেল হক, আকতারুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে প্রবীণদের সেবা দানের জন্য ২ জন গৃহিনীকে ক্রেষ্ট প্রদান করা হয় এবং মৃত সদস্যদের জন্য দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ০১-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ০১-১০-১৫