পিবিএম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে পারফরমেন্স বেসড ম্যানেজমেন্ট (পিবিএম) বাস্তবায়ন বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কর্মশালায় মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন মাউশি’র উপ-পরিচালক মোঃ ওসমান ভুইয়া (পরিকল্পনা ও উন্নয়ন উইং, সেসিপ) এবং সহকারী পরিচালক ড. মুরশিদুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় পিবিএম বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন মোঃ দবিউর রহমান, উপপরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং) এবং ড. মুরশিদুল হাসান। অনুভূতি ব্যক্ত করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আব্দুল লতিফ। উক্ত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী পরিদর্শক, একাডেমিক সুপারভাইজারসহ মোট ১৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত থেকে পিবিএম বিষয় বাস্তবায়ন জোরদারকরণে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রিসোর্স পার্সনগণ সংশ্লিষ্ট বিষয়ে দিক নির্দেশনা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১০-১৫