শহরের রাজমহল সিনেমা হলের পাশ থেকে ১ হাজার লিটার সালফিউরিক এসিডসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজমহল সিনেমা হলের সামনের মেসার্স সাবা ট্রেড হাউস থেকে বুধবার বিকেলে লাইসেন্স ছাড়া বিপুল পরিমান সালফিউরিক এসিড মৌজুদের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। এসময় তার কাভ থেকে প্রায় ১ হাজার লিটার সালফিউরিক এসিড উদ্ধার করা হয়।
সদর মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, সদর থানার ওসি (তদন্ত) সারওয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজমহল সিনেমা হলের সামনের মেসার্স সাবা ট্রেড হাউসে অভিযান চালায়। এসময় লাইসেন্স ছাড়া বিপুল পরিমান সালফিউরিক এসিড মৌজুদের অভিযোগে ট্রেড হাউসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনীর মৃত হযরত আলীর ছেলে জহুরুল হক (২৬) কে আটক করে। এ সময় ৩৬টি কন্টেইনারে থাকা ১ হাজার লিটার এসিড জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, ট্রেড হাউসের মালিক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মৃত জোবদুল হকের ছেলে মোঃ আওয়াল ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে তারিফুল হক জুয়েল পলাতক রয়েছে।
সালফিউরিক এসিড মৌজুদ রাখার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১০-১৫