শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ স্কুল ছাত্রী গুরুত্বর আহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির কাছে ট্রলি ও অটোবাইক সংঘর্ষে ৩ স্কুল ছাত্রী গুরুত্ব আহত হয়েছে। আহতরা হলো- কানসাট বাগানবাড়ির রানুর মেয়ে শামীমা খাতুন (১৪), কাসেমের মেয়ে লিপি খাতুন (১৫) ও সাইদুরের মেয়ে বেবি খাতুন (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে নিজ বাড়ি হইতে অটোবাইক যোগে স্কুল যাওয়ার পথে কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে পৌছলে বিপরীত দিকে আসা মালবাহী একটি ট্রলি ধাক্কা দেয়। এতে তিন স্কুল ছাত্রী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী সূত্রে জানাগেছে, তিন স্কুল ছাত্রীর মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৪-০৯-১৫

,