রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ থানা ‘শিবগঞ্জ থানা’

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানাকে পুলিশ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া সদর সার্কেল সিনিয়র এএসপি মতিউর রহমান সিদ্দিকীকে শ্রেষ্ঠ সিনিয়র এএসপি হিসেবেও স্বীকৃতি দেয়া হয়েছে।
সোমবার রাজশাহী রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে গত আগস্ট মাসে আইন শৃংখলা, মাদক, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিবগঞ্জ থানাকে স্বীকৃতি হিসেবে ক্রেস্ট উপহার দেয় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সিনিয়র সার্কেল হিসেবে পুরস্কার প্রদান করেন। এদিকে সিনিয়র এএসপি মতিউর রহমান সিদ্দিকী তার এক বক্তব্যে বলেন, রাজশাহী রেঞ্জের দেয়া এ পুরস্কার আমার মত আরো পুলিশ কর্মকর্তাকে আইন শৃংখলা রক্ষার ক্ষেত্রে আরো ভূমিকা রাখতে উৎসাহিত করবে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম তাঁর এক প্রতিক্রিয়ায় জানান, চলতি বছরের আগস্ট মাসে শিবগঞ্জ থানা পুলিশ সন্ত্রাস, অস্ত্র ও মাদক নিমূলসহ আইন শৃংখলা পরিস্থিতি সফল ভাবে নিয়ন্ত্রণ করার কারণে রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানাকে প্রথম স্থান ঘোষণা করেন ডিআইজি। এই পুরস্কার আইন শৃংখলার ক্ষেত্রে আরো গতিশীলতা বাড়াতে পুলিশের সকল সদস্যদের উজ্জীবিত করবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৪-০৯-১৫

,