চককীর্তিতে ভিজিএফের চাল > দিনে আটক রাতে বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে ভিজিএফ কর্মসুচির আওতায় গরীবের চাল নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। রানীবাড়ি এলাকা থেকে প্রায় ১৮ বস্তা ভিজিএফের চাল আটকের পর তা গণমাধ্যম কর্মীদের তৎপরতায় প্রশাসনের হস্তক্ষেপে রাতে আবারও গরীবের মাঝেই বিতরণ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, চলতি ঈদকে সামনে রেখে শিবগঞ্জের চকর্কীতি ইউনিয়নে গরীব মানুষদের মাঝে বিতরণের জন্য ২৫ টন ৮শ’ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। মঙ্গলবার ওই চাল বিতরণ করা নিয়ে ঘটে নাটকীয় ঘটনা। বিতরণ করা চালের ১৮ বস্তা রহস্যজনকভাবে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম মাষ্টারের বাড়িতে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় জনতা ওই চাল আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে ওই চাল রাখা হয় চাঁদপুরের রাইসমিল ব্যবসায়ী দুরুলের জিম্মায়।
এ ব্যাপারে চককীর্তি ইউপির চেয়ারম্যান সারওয়ার-এ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে চাল আটকের কথা স্বীকার করে জানান, কার্ডধারীরা চৌকিদারদের কাছে দুই এক কেজি করে বিক্রি করে। ওই চাল চৌকিদাররা পরে ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করেছে। ইউপি থেকে কোন প্রকার চাল বিক্রি হয়নি বলে তিনি দাবি করেন। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.আজাদ জানান, কার্ডধারীরাই পথ খরচের জন্য দুই এক কেজি করে চাল চৌকাদারদের কাছে বিক্রি করেছে বলে শুনেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র পক্ষ থেকে শিবগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) আফাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে এসে ওই চালগুলো জব্দ করে ইউনিয়ন কাউন্সিলে এনে রাখা হয়েছে। এ বিষয়ে ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক পরবর্তী করণীয় ঠিক করা হবে’।
সূত্র জানিয়েছে, প্রশাসনের উদ্ধার করা ওই চাল রাতেই গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৫
সূত্র জানিয়েছে, চলতি ঈদকে সামনে রেখে শিবগঞ্জের চকর্কীতি ইউনিয়নে গরীব মানুষদের মাঝে বিতরণের জন্য ২৫ টন ৮শ’ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। মঙ্গলবার ওই চাল বিতরণ করা নিয়ে ঘটে নাটকীয় ঘটনা। বিতরণ করা চালের ১৮ বস্তা রহস্যজনকভাবে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম মাষ্টারের বাড়িতে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় জনতা ওই চাল আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে ওই চাল রাখা হয় চাঁদপুরের রাইসমিল ব্যবসায়ী দুরুলের জিম্মায়।
এ ব্যাপারে চককীর্তি ইউপির চেয়ারম্যান সারওয়ার-এ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে চাল আটকের কথা স্বীকার করে জানান, কার্ডধারীরা চৌকিদারদের কাছে দুই এক কেজি করে বিক্রি করে। ওই চাল চৌকিদাররা পরে ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করেছে। ইউপি থেকে কোন প্রকার চাল বিক্রি হয়নি বলে তিনি দাবি করেন। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.আজাদ জানান, কার্ডধারীরাই পথ খরচের জন্য দুই এক কেজি করে চাল চৌকাদারদের কাছে বিক্রি করেছে বলে শুনেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র পক্ষ থেকে শিবগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) আফাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে এসে ওই চালগুলো জব্দ করে ইউনিয়ন কাউন্সিলে এনে রাখা হয়েছে। এ বিষয়ে ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক পরবর্তী করণীয় ঠিক করা হবে’।
সূত্র জানিয়েছে, প্রশাসনের উদ্ধার করা ওই চাল রাতেই গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৫