শুক্রবার পবিত্র ঈদুল আজহা > প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়

বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মুসলমান শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন নগরীর মানুষ শিকড়ের টানে ফিরে আসছেন শৈশবের চেনা জনপদে। প্রিয়জনদের সান্নিধ্যে ঈদের আনন্দ উদযাপন করতে বরাবরের মতোই নানান ভোগান্তির মাঝেও তারা ছুটে আসছেন প্রিয়জনদের মাঝে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সংবাদপত্রগুলো ঈদের তাৎপর্য লেখা সম্বলিত বিশেষ সংখ্যা বের করেছে।
ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রায় একই সময় জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠানের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। ময়দান ও আশে পাশের এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে দেশে ও বিশ্বের বিভিন্নপ্রান্তে থাকা চাঁপাইনবাবগঞ্জের প্রিয় মানুষদের ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৯-১৫