আবশ্যক- চরমোহনপুর উচ্চ বিদ্যালয়

সরকারি বিধিমোতাবেক চরমোহনপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ টিকরামপুর, উপজেলা ঃ সদর, জেলা ঃ চাঁপাইনবাবগঞ্জ-এর সৃষ্টপদে একজন সহকারি গ্রন্থাগারিক/ ক্যাটালগার ও শূণ্যপদে একজন এমএলএসএস (গার্ড) আবশ্যক। ২০০ টাকার ব্যাংক ড্রাফট ( অফেরতযোগ্য), দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। প্রধান শিক্ষক
সূত্র ঃ দৈনিক গৌড় বাংলা, তারিখ ০৮-০৯-২০১৫