রাবিতে স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে শিক্ষকদের প্রতিবাদ র্যালি
সদ্য ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করার প্রতিবাদ ও স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে প্রতিবাদ র্যালি ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, গত মে মাস থেকে আমরা অষ্টম বেতন স্কেল পূর্ননির্ধারণ ও স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণের জন্য দাবি করে আসছি। কিন্তু আমাদের আন্দোলনকে কর্ণপাত না করে মন্ত্রিসভায় যে বেতন কাঠামো পাশ করা হয়েছে এর মাধ্যে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি এখন আমাদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করছে। আমরা এ বৈষম্যমূলক পে-স্কেল মানি না। দ্রুত আমাদের দাবি আদায় না হলে আমরা আমরণ অনশনের ঘোষনা দিবো বলে সমাবেশ থেকে ঘোষনা করেন তিনি।
সমাবেশে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াছ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম, সহকারী প্রক্টর হেলাল উদ্দিন, প্রফেসর ড. চিত্ররঞ্জন মিশ্র, প্রফেসর ড. শেরেজ্জামান, প্রফেসর ড. ফজলুল হক, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদসহ প্রায় দুই শতাধিক শিক্ষকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৮-০৯-১৫
সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, গত মে মাস থেকে আমরা অষ্টম বেতন স্কেল পূর্ননির্ধারণ ও স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণের জন্য দাবি করে আসছি। কিন্তু আমাদের আন্দোলনকে কর্ণপাত না করে মন্ত্রিসভায় যে বেতন কাঠামো পাশ করা হয়েছে এর মাধ্যে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি এখন আমাদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করছে। আমরা এ বৈষম্যমূলক পে-স্কেল মানি না। দ্রুত আমাদের দাবি আদায় না হলে আমরা আমরণ অনশনের ঘোষনা দিবো বলে সমাবেশ থেকে ঘোষনা করেন তিনি।
সমাবেশে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াছ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম, সহকারী প্রক্টর হেলাল উদ্দিন, প্রফেসর ড. চিত্ররঞ্জন মিশ্র, প্রফেসর ড. শেরেজ্জামান, প্রফেসর ড. ফজলুল হক, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদসহ প্রায় দুই শতাধিক শিক্ষকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৮-০৯-১৫