৩ হাজার পিস ইয়াবাসহ তিন নারী আটক > গন্তব্য ছিল সোনামসজিদ
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় এলাকায় মঙ্গলবার রাত থেকেই অবস্থান নেয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ থেকে নামা মাত্র তিন নারী যাত্রীকে চ্যালেঞ্জ করে তারা। পরে তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় । এ সময় আটক করা হয় নারায়নগঞ্জের নাজমা বেগম ওরফে জাহেরা (৩৫), ভোলা জেলার হালিমা বেগম (৩৫) ও লাইজু বেগমকে (৩২)। দুপুর আড়াইটায় তাদের জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, পরে তাদের নিয়ে ইয়াবা ব্যবসায়ী চক্রের স্থানীয় সদস্যদের ধরতে অভিযান চালানো হয়। ইয়াবাগুলো নিয়ে তাদের সোনামসজিদ যাবার কথা ছিল। চাঁপাইনবাবগঞ্জের ইয়াবা চক্রের হোতাদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
সন্ধ্যায় তাদের সদর থানায় সোর্পাদ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৯-১৫