কাঁঠাল পাতা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে বৃহস্পতিবার সকালে কাঁঠাল পাতা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম মিজানুর রহমান (১৪)। সে সংকরবাটি হেফজুল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র ছিল।
মিজানুর চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর দেওয়ান পাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে। সে চাঁদলাই গ্রামে নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা জানান, সকাল ৭ টার দিতে ওই ছাত্র রেহাইচরে তার মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। এই সময় তাকে কাঁঠালের পাতা কাটতে বললে সে কাঁঠালের গাছে উঠে। গাছের ডালে জড়িয়ে থাকা বিদ্যুতের তারে এ সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মিজানুরের মৃত্যু হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-১৫