আড়গাড়া হাটে ঈদ উৎসব প্রীতি ক্রিকেট
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিনোদনগর দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠে শনিবার তরুণ প্রজন্ম প্রভাতি ক্লাবের আয়োজনে সাবেক খেলোয়াড়দের আয়োজনে ঈদ উৎসব প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে কেসিই বিশ্ব একাদ্বশ ও বিনোদনগর এশিয়া একাদ্বশের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।প্রথমে ব্যাট করতে নেমে কেসিই বিশ্ব একাদ্বশ নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরিদ ৩২, সাদেক ২২ রান করে। বিনোদনগর এশিয়া একাদ্বশের বোলার সুমন ৩ ওভার ৮ রান ৩টি, মামুন ৩ ওভার ২২ রানে ২টি উইকেট লাভ করে। ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনোদনগর এশিয়া একাদ্বশ ৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মামুনুর রশিদ ৪৯, সুমন ৯ রান করে। কেসিই বিশ্ব একাদ্বশ বোলার বিএল ৩ ওভার ৯ রানে ৩টি, শফিকুল ২.৪ ওভার ২৫ রানে ২টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ মামুনুর রশিদ। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন এ্যাড. আজমাল হক বাদশা, এসময় উপস্থিত ছিলেন আবু জাফর লালান, আনোয়ার মহাজন, বুলু মাস্টার, প্রফেসর লাভলু সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৯-১৫