চামাগ্রামে রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সূর্যতরুণ ইউনাইটেড চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার রাজ্জাক স্মৃতি পরিষদ আয়োজিত রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সূর্যতরুণ ইউনাইটেড ফুটবল দল তারা ৩-০ গোলে ফজলুল হক বাবু স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ১০-১২ ও ২১ মিনিটে ওমর দুটি ও রুবেল ১টি গোল করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ওমর, সর্বোচ্চ গোলদাতা আসিফ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট দিন আমিন, সুশৃংখল খেলোয়াড় মুসলেউদ্দীন, সুশংখল দল মাস্টারপাড়া ফুটবল দল ও সেরা দর্শকের পুরষ্কার লাভ করে মমিনুল ইসলাম। ফাইনাল খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। এসময় চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হক, আব্দুল লতিফ, হুমায়ন কবীর, নাসির আখতার পলাশ, নবারুণ, রুবেল ২নং ওয়ার্ড কাউন্সিলর আলআমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শহীদ মনোয়ার এবং এতে সভাপতিত্ব করেন কাউসার নাসিম মটন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৯-১৫