মহানন্দায় রাবার ড্যামের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা
মহানন্দা নদীর উভয় তীরে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে গাণিতিক মডেল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া প্রতিবেদনের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ্ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ, কে, এম মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মাসুদ আহমেদ, প্রধান পরিকল্পনা মাহফুজুর রহমান, আইডবি¬উএম ইরিগেশন ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক সরদার এম শাহ-নেওয়াজ প্রমুখ। কর্মশালায় এ প্রকল্পের সমীক্ষার চুড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন আইডবি¬উএম এর টীম লিডার সাইদুর রহমান।
কর্মশালায় জানানো হয়, ফারাক্কার বিরুপ প্রভাব ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকা যখন পানি শুণ্য এবং বার্ষিক বৃষ্টির পরিমাণ কমে যাবার কারণে প্রতিবছরই কৃষকরা যখন ফসলহানীর শিকার হচ্ছে তখন ভূ-উপরিস্থ পানি অর্থাৎ মহানন্দা নদীর পানি সেচ হিসেবে ব্যবহারে স্থানীয়ভাবে দাবী উঠে। কিন্তু বর্তমানে শুস্ক মৌসুমে মহানন্দা নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষকদের সেচের পানি অনিশ্চয়তা কাটে না। প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত মহানন্দা নদীতে রাবার ড্যাম ও নদী খননের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে বাপাউবো এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষে প্রায় ১’শ ৫১ কোটি টাকার একটি খসড়া প্রকল্প চুড়ান্ত করেন। খসড়া প্রকল্পের ভালো-মন্দ দিক ও মতামতের জন্য এ কর্মশালার আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। সভায় এ প্রকল্পের সার্বিক দিক আলোচনা শেষে স্থানীয় জনগনের অধিক লাভের দিককে প্রাধান্য দিয়ে এ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৫
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ্ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ, কে, এম মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মাসুদ আহমেদ, প্রধান পরিকল্পনা মাহফুজুর রহমান, আইডবি¬উএম ইরিগেশন ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক সরদার এম শাহ-নেওয়াজ প্রমুখ। কর্মশালায় এ প্রকল্পের সমীক্ষার চুড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন আইডবি¬উএম এর টীম লিডার সাইদুর রহমান।
কর্মশালায় জানানো হয়, ফারাক্কার বিরুপ প্রভাব ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকা যখন পানি শুণ্য এবং বার্ষিক বৃষ্টির পরিমাণ কমে যাবার কারণে প্রতিবছরই কৃষকরা যখন ফসলহানীর শিকার হচ্ছে তখন ভূ-উপরিস্থ পানি অর্থাৎ মহানন্দা নদীর পানি সেচ হিসেবে ব্যবহারে স্থানীয়ভাবে দাবী উঠে। কিন্তু বর্তমানে শুস্ক মৌসুমে মহানন্দা নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষকদের সেচের পানি অনিশ্চয়তা কাটে না। প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত মহানন্দা নদীতে রাবার ড্যাম ও নদী খননের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে বাপাউবো এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষে প্রায় ১’শ ৫১ কোটি টাকার একটি খসড়া প্রকল্প চুড়ান্ত করেন। খসড়া প্রকল্পের ভালো-মন্দ দিক ও মতামতের জন্য এ কর্মশালার আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। সভায় এ প্রকল্পের সার্বিক দিক আলোচনা শেষে স্থানীয় জনগনের অধিক লাভের দিককে প্রাধান্য দিয়ে এ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৫