জেলায় পালিত হলো জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
চাঁপাইনবাবগঞ্জে লীলাপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের শিবতলা কর্মকার পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে স্থানীয় শ্রী কৃেষ্ণর জন্মাষ্টমী উদ্্যাপন কমিটির উদ্দ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহিত কুমার দাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী , জেলা প্রশাসনের এনডিসি রামকৃষ্ণ বর্মন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণপতি রায়, দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, নবাবগঞ্জ সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রধান ড. শংকর কুমার কুন্ডু, অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাবুল কুমার ঘোষ প্রমুখ। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, হাতি ঘোড়ার গাড়িতে রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহন করে শত শত ভক্ত।
পরে দূর্গা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করা ১৪টি সংগঠনের মধ্যে শহরের হুজরাপুরস্থ উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ প্রথম, নবাবগঞ্জ সরকারি কলেজ ২য় এবং যুগ্মভাবে ৩য় হয়েছে বারঘরিয়া দুর্গা মন্দির ও রামশীতা মন্দির হরেকৃষ্ণ সংঘ। শেষে বিজয়ী ও বীজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন মন্ডপে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে মাঝে প্রসাদ ও অন্ন বিতরন করা হয়।
শিবগঞ্জ
এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শনিবার বিকেল সাড়ে ৬টায় শহরের কুমারপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। পরে কুমারপাড়া মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রী সাধন কুমার মনিগ্রাম, বিকাশ কুমার দাস, কমল কুমার ত্রিবেদী প্রমুখ। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, হাতি ঘোড়ার গাড়িতে রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহণ করে শত শত ভক্ত। এছাড়া বিভিন্ন মন্ডপে মন্ডপে দিনটি উপলক্ষে নেয়া হয়েছে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে মাঝে অন্ন বিতরণ।
নাচোল
অন্যদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্যর্যালি বের হয়ে নাচোলের পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাজার কেন্দ্রীয় পুজা মন্দির চত্বরে আলোচনাসভায় মিলিত হয়। আয়োজক কমিটির সভাপতি ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান (ঝালু), আওয়ামীলীগ নেতা শামীম রেজা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক রঞ্জনা রানী, নাচোল উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক গোবিন্দ চন্দ্র বর্মন ও সেক্রেটারী স্বপন সাহা, সহসভাপতি (অবঃ) প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মর্মূ, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিমোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো ও সেক্রেটারি উত্তম কুমার প্রমুখ । সনাতনধর্মালম্বীদের বিশ্বাস মানুষের কল্যাণে হাজার হাজার বৎসর পূর্বে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। সেই বিশ্বাস থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় সনাতনধর্মীদের মাঝে গীতা যজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়ে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৫
সকালে শহরের শিবতলা কর্মকার পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে স্থানীয় শ্রী কৃেষ্ণর জন্মাষ্টমী উদ্্যাপন কমিটির উদ্দ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহিত কুমার দাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী , জেলা প্রশাসনের এনডিসি রামকৃষ্ণ বর্মন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণপতি রায়, দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, নবাবগঞ্জ সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রধান ড. শংকর কুমার কুন্ডু, অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাবুল কুমার ঘোষ প্রমুখ। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, হাতি ঘোড়ার গাড়িতে রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহন করে শত শত ভক্ত।
পরে দূর্গা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করা ১৪টি সংগঠনের মধ্যে শহরের হুজরাপুরস্থ উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ প্রথম, নবাবগঞ্জ সরকারি কলেজ ২য় এবং যুগ্মভাবে ৩য় হয়েছে বারঘরিয়া দুর্গা মন্দির ও রামশীতা মন্দির হরেকৃষ্ণ সংঘ। শেষে বিজয়ী ও বীজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন মন্ডপে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে মাঝে প্রসাদ ও অন্ন বিতরন করা হয়।
শিবগঞ্জ
এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শনিবার বিকেল সাড়ে ৬টায় শহরের কুমারপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। পরে কুমারপাড়া মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রী সাধন কুমার মনিগ্রাম, বিকাশ কুমার দাস, কমল কুমার ত্রিবেদী প্রমুখ। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, হাতি ঘোড়ার গাড়িতে রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহণ করে শত শত ভক্ত। এছাড়া বিভিন্ন মন্ডপে মন্ডপে দিনটি উপলক্ষে নেয়া হয়েছে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে মাঝে অন্ন বিতরণ।
নাচোল
অন্যদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্যর্যালি বের হয়ে নাচোলের পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাজার কেন্দ্রীয় পুজা মন্দির চত্বরে আলোচনাসভায় মিলিত হয়। আয়োজক কমিটির সভাপতি ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান (ঝালু), আওয়ামীলীগ নেতা শামীম রেজা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক রঞ্জনা রানী, নাচোল উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক গোবিন্দ চন্দ্র বর্মন ও সেক্রেটারী স্বপন সাহা, সহসভাপতি (অবঃ) প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মর্মূ, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিমোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো ও সেক্রেটারি উত্তম কুমার প্রমুখ । সনাতনধর্মালম্বীদের বিশ্বাস মানুষের কল্যাণে হাজার হাজার বৎসর পূর্বে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। সেই বিশ্বাস থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় সনাতনধর্মীদের মাঝে গীতা যজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়ে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৫